Saturday, August 17, 2019

পরীক্ষার দিনে ও রেজাল্টের পর করণীয় ও সতর্কতা!


বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলাকালীন দিনগুলোতে বেশকিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার বিশেষ করে পরীক্ষার আগের রাত ও পরীক্ষার দিনে। কারণ এই সময়ের একটু ছোট্ট ভুলই তোমার স্বপ্নের পথে তোমার পা ফসকে দিতে পারে। তাই এ সময় কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। সেরূপ কিছু বিষয়ই এই লেখায় তুলে ধরা হলো:—

১. পরীক্ষার আগের রাতে ও পরীক্ষার দিন সকালে স্বাভাবিক খাবার খাবে। যেসব খাবার খেলে সমস্যা হতে পারে সেসব খাবার সেইসময়ে খাবে না। যেমন— পোলাও-গরুর মাংস খেলে কারও কারও সমস্যা হয়। কারও তেলেভাজা খাবার খেলে সমস্যা হয়। তাই অ্যালার্জি, আমাশয় ইত্যাদি এই জাতীয় খাদ্যঘটিত সমস্যা থাকলে সেই সময়ে কেউ সেসব লোভনীয় খাবার খাওয়ানোর অফার করলেও খাবে না।

২. পরীক্ষার সিট কোথায় পড়েছে তা নিজ দায়িত্বে জেনে নেওয়াই ভালো। যদি বিশ্ববিদ্যালয় থেকে ফোনে মেসেজ দিয়ে জানিয়ে না দেয় তাহলে নিজ দায়িত্বে SMS সিস্টেমে কিংবা অনলাইন থেকে জেনে নেবে। ফেসবুকে "রোল নং কমেন্ট করো, সিট কোথায় জানিয়ে দিচ্ছি কিংবা" কিংবা "সিটপ্লান এর ফটোপোস্ট" এর উপর নির্ভর করবে না। কারণ এর আগে ঢাকা শহরে এক চাকরির পরীক্ষায় ফেসবুকে সিটপ্লান দেখে ভুল সেন্টারে গিয়ে অনেকে পরীক্ষা দিতে পারেনি। একটি চক্র এই প্রতারণা করেছিল।
একই বিষয় মনে রাখবে পরীক্ষার রেজাল্ট দেখার ক্ষেত্রেও। "রোল কমেন্ট করো, রেজাল্ট দিচ্ছি"— এসব সেবা না নেওয়াই ভালো।

৩. পরীক্ষার আগের রাতে বা শেষ সময়ে এডমিট কার্ড প্রিন্ট করার ভাবনা থেকে দূরে থাকবে। অনেক সময় দেখা যায় যারা নিজেই ফোন দিয়ে আবেদন করে এবং এডমিট ডাউনলোড করে রেখে দেয়, অনেক সময় খেয়ালের ভুলে তা হারিয়ে যায়; শেষ সময়ে গিয়ে যখন দেখে তা ফোনে নাই তখন আবার সেই সময়ে ডাউনলোড করতে গিয়ে সার্ভার জ্যামের কারণে ভোগান্তিতে পড়ে এবং সেই ভোগান্তির প্রভাব অন্যান্য কাজের উপরেও পড়ে। তাই সময়মতো এডমিট কার্ড প্রিন্ট করে রাখবে।

৪. যারা কোথায় থাকবে ঠিক-ঠিকানা নাই, তারা অন্ততপক্ষে একটু ভালো জায়গায় বা ভালোভাবে থাকার চেষ্টা করো। প্রয়োজনে একটি ফ্লেক্সিবল মশারি সঙ্গে রেখো। মশার কামড় কিছুতেই খাওয়া যাবে না। কারণ এটা তোমার লাইফের একটা সেনসিটিভ টাইম।

৫. বিশেষ করে ঢাকা শহরে যত্রতত্র যেকোনো দোকানের পানি পান করা থেকে বিরত থাকবে। বাসা/ হলের বাইরে থাকাকালীন হাতের কাছে সহজলভ্য ভালো পানি না পেলে মিনারেল ওয়াটার কিনে খাও, নয়তো পিপাসা সহ্য করে হলেও কোনো নিরাপদ প্রতিষ্ঠানে গিয়ে সেখানে থেকে পানি পান করো। কারণ এই সময়ে পানিবাহিত কারণে টাইফয়েড/ জন্ডিস ইত্যাদি হলে তা লাইফের স্বপ্নের সিঁড়িটাই ভেঙ্গে দেবে।

৬. ভর্তি পরীক্ষা দিতে গিয়ে কোনো রোমাঞ্চকর স্থান ভ্রমণের লোভে পড়ে সেরূপ স্থানে ঘোরাঘুরি করতে না যাওয়াই ভালো। যে কাজে গেছো সেই কাজ করো। পরে ভ্রমণের অনেক সময় পাবে। কারণ এই সময়ে কোনো দুর্ঘটনা তোমার জন্য দুঃস্বপ্ন ডেকে আনতে পারে।

ভালো থেকো, তোমাদের সুন্দর ও স্বপ্নময় জীবন কামনা করি।

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

No comments:

Post a Comment