Tuesday, May 28, 2019

যে ভুল কখনওই করবে না!


তুমি যতো ভালো ছাত্রই হও না কেনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটি অনিশ্চিত জিনিস। তাই আমার মতো ভুল কখনওই করবে না।
উপরের রেজাল্ট শিট দুটি লক্ষ্য করো। আমার নিজ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, দুইটি ভুল কখনওই করবে না→
এক, কোচিংয়ের শিট ও গাইডগুলোকে কখনওই পূর্ণাঙ্গ সহায়িকা মনে করবে না।
দুই, শুধু একটি বিশ্ববিদ্যালয়ের উপর খুব বেশি স্বপ্নশীল হবে না।

২০১১ সালে ঢাবি ভর্তি পরীক্ষায় সিরিয়াল অনেক কাছাকাছি গিয়েও অল্পের জন্য চাঞ্চ পেলাম না। দেখতেই পাচ্ছো ইংরেজিতে কম নম্বর পেয়েছিলাম। কিন্তু কেনো সেটা জানো?
কোচিং থেকে দেওয়া ইংলিশ এর ১২টা শিট পড়ে মাত্র ২টা প্রশ্ন কমন পেয়েছিলাম DU এর "খ" ইউনিটে। অথচ সেই বছর English for Today (For Classes XI-XII) বোর্ড বই এর পড়ার লাইন হতে হুবহু ১২টি প্রশ্ন কমন ছিল, কিন্তু আমি সেটা পড়ার সময় পাইনি; UCC এর ফালতু শিট পড়ে সময় নষ্ট করেছি।

আর আমি সেকেন্ড টাইমে এতই বেশি পড়াশুনা করেছিলাম যে আমার মনে হয়েছিল ঢাবির "খ" ইউনিটে আমার চাঞ্চ হবেই হবে। তাই আমি ঢাবির বাইরে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ফরম তুলেছিলাম। আর রংপুর আমার নিজের এলাকা হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের A, B এবং C ইউনিটের ফরম তুলেছিলাম। তবে আমার প্রস্তুতি ছিল শুধু ঢাবির "খ" এর প্রশ্ন যেসব থেকে আসে ও যে ধাঁচের প্রশ্ন হয় সেসবের উপরে।
২০১২ সালে সেকেন্ড টাইম পরীক্ষার দিনে আমার আমাশয়ের পেটব্যথা শুরু হলো। পেট চেপে ধরে পরীক্ষা দিচ্ছিলাম, তবুও ইংরেজিতে ৩০ এর মধ্যে ২০.১০ পেয়েছিলাম; কিন্তু পেটব্যথায় ইংরেজিতে বেশি সময় চলে যাওয়াতে বাংলা ও সাধারণ জ্ঞানে এসে সময় শর্ট হয়, বেশি ভার্সিটিতে ফরমও তুলি নাই, আর যেসব তুলছি সেই টাইপের প্রিপারেশন নাই; ফলে টেনশনে তখন আমার শর্ট টাইম মেমোরি লসিং ও হ্যালোজিনেশন নামক দুইটি ব্রেইনের সমস্যা হয়। ফলে বাংলা ও সাধারণ জ্ঞানের জানা উত্তর গুলোও ভুলে যাই এবং কিছু পড়া জিনিসের উত্তর দাঁগাতে ভুল করি। ফলে সিরিয়াল এবারও পিছিয়ে গিয়ে ঢাবির স্বপ্ন হাওয়া হয়ে যায়।

তাই বলছি পরামর্শ শুধু সফল মানুষদের কাছ থেকেই নেবে না। সফল মানুষদের কাছে থেকে পরামর্শ তো নেবেই সেইসাথে যারা সফলতার খুব কাছে গিয়ে অল্পের জন্য ফসকে গিয়েছিলেন তাদের কাছ থেকেও পরামর্শ নেবে যে তাদের কী ভুল ছিল। এ বিষয়ে একটি লেখা লাইফ একাডেমির Advice Desk এ আছে। লেখাটি পড়তে এখানে—ক্লিক—করো

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

No comments:

Post a Comment