♦ প্রশ্ন বিশ্লেষণ ২০১৯-২০!
❑ এমসিকিউ অংশ—
[] বাংলা:
ক. টেক্সট বুক— ১০ টি (সাহিত্য পাঠ- ৮ টি, উপন্যাস- ১ টি, নাটক- ১ টি)
খ. ব্যাকরণ এবং ভাষাজ্ঞান ও দক্ষতা হতে— ৬ টি:
• শব্দার্থ— ১ টি
• বানান— ১ টি
• সমার্থক শব্দ— ১ টি
• এক কথায় প্রকাশ— ১* টি
• সন্ধি— ১ টি
• সমাস— ১ টি
• অনুবাদ— ১ টি
~ 'এক কথায় প্রকাশ' এসেছে সাহিত্য পাঠ বই হতে।
মোট= ১৬ টি।
[] English:
A. Textbook (English for Today)— 6 Questions
B. Grammar and Language Knowledge Skills— 10 Questions:
• Word meaning— 1* Qu
• Synonym— 1 Qu
• Correct Spelling— 1 Qu
• Appropriate Preposition— 1 Qu
• Parts of Speech Selection— 1 Qu
• Form of Verb (V1, V2, V3)— 1* Qu
• Voice— 1 Qu
• Narration— 1 Qu
• Meaning of Phrase— 1 Qu
• Transformation of Sentence (Assertive to Interrogative)— 1 Qu
• Open thinking 'Fill in the gaps'— 1 Qu
• Punctuation— 1 Qu
~ Word meaning এবং Form of Verb এই দুটি প্রশ্ন Textbook হতে এসেছে।
Total= 16 Questions
[] সাধারন জ্ঞান:
ক. বাংলাদেশ— ১১ টি:
ফানডামেন্টাল— ৯ টি
সাম্প্রতিক— ২ টি
খ. আন্তর্জাতিক— ১০ টি:
ফানডামেন্টাল— ৪ টি
সাম্প্রতিক— ৬ টি
গ. মৌলিক জ্ঞান— ৫ টি:
• পৌরনীতি— ২ টি
• ভূগোল— ১ টি
• অর্থনীতি— ১ টি
• সামাজিক বিজ্ঞান— ১ টি
ঘ. ICT— ২ টি
মোট= ২৮ টি।
❑ লিখিত অংশ—
[] বাংলা:
১. অনুচ্ছেদ (১০ মার্কের প্রশ্ন)— সাহিত্য পাঠ বই এর 'রেইনকোর্ট' গল্প হতে।
২. সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা (৫ মার্কের প্রশ্ন)— সাহিত্য পাঠ হতে:
ক) 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধ হতে
খ) 'সাম্যবাদী' কবিতা হতে
৩. বঙ্গানুবাদ করো (৫ মার্কের প্রশ্ন)— English for Today এর Unit—8, Lesson—5 হতে।
৪. বাক্য রচনা (৫ মার্কের প্রশ্ন)— এ শব্দ পাঁচটি 'সাহিত্য পাঠ' বই থেকে কমন এসেছে, তবে এ শব্দগুলো লাইফের সাথে এতো বেশি রিলেটেড যে এগুলো সাহিত্য পাঠ হতে কমন এসেছে একথা না বলাই শ্রেয়।
[] English:
English— এর লিখিতর 20 নম্বরের 20 নম্বরই কমন এসেছে English for Today বই হতে। যথা—
5. Paragraph Writing on 'The significance of Bangabandhu Sheikh Mujibur Rahman's historic speech on 7th March 1971' : Unit—1 > Lesson— 2 (Page—6)
6. Fill in the gaps : Unit—8 > Lesson—1 > Work—2 (Page—94)
7. Sentence Making:
Heritage : Unit—8 > Lesson—5 > Work—5 > Word—6 (Page—110)
Empowerment : Unit—5 > Lesson—5 > Work—2 > Line—3 > Word—4 (Page—64)
Hospitality : Unit—6 > Lesson—1 > Work—2 > Line—3 > Word—1st (Page—68)
Fascination : Unit—2 > Lesson—4 > Work—2 > Line—4 > Word—4 (Page—26)
Integrate : Unit—11 > Lesson—4 > Work—2 > Line—8 > Word— last word (Page—143)
♦ পরামর্শ—
২০১৯ সালে এমসিকিউ এবং লিখিত দুই অংশ মিলে উচ্চমাধ্যমিক এর সাহিত্য পাঠ হতে ২৮ মার্কের প্রশ্ন কমন এসেছে এবং English for Today হতে কমন এসেছে ৩১ মার্কের প্রশ্ন। তাই ঢাবি 'খ' প্রস্তুতির জন্য এই দুটি পাঠ্যবই পরিপূর্ণভাবে মস্তিষ্কের স্মৃতিতে রাখতে হবে।
Thanks | ধন্যবাদ
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639